adsera ad

Sunday, July 12, 2020

হঠাৎ দেখায় আলাপচারিতা। লেখাঃ তাসমানিয়া আমিন।


রাত জাগো ?
-সময় হয়না
প্রেম করেছো?
-অসংখ্য 
বাংলা চ্যাটিং এ মুগ্ধ হও?
-নিজেই লিখি।
সেদিন ব্লক কেনো করলে?
-অভিমানে
ফিরোনি কেনো?
-ভেবেছিলাম তুমি ফিরবে।
তবে এখন আমার হবে?
-অনেক দূর এগিয়ে গিয়েছি।
আমায় ছেড়ে সংসার পাতাবে?
-উপায় নেই তো!
চলো আবার শুরু করি!
-আমায় কি ছ্যাচড়া ভাবো
ইগোয় তোমার পেট ভরা
-আত্মসম্মান বিকিয়ে দি নি।
তুমি তো শ্রেষ্ঠ 
-তুমি যে নষ্ট। 
দেখবে একদিন ঠিক পড়বে মনে
-প্রতিটি দিন কি মানুষের ভালো গুনে।
বিদায় জেনো।
-মৃত্যু একদিন অবধারিত তুমিও মেনো।


No comments:

Post a Comment

মা কে মনে পড়ে লেখা সামিরা আক্তার জেবিন

মাগো তুমি কেমন আছো? আমার ছোট্ট গায়, দূর শহরে থেকো মাগো তোমার সোহাগ চায়। . তুমি পাশে থাকলে মাগো লাগতে দিতে না ব্যথা, এই শহরে থেকে এখন মনে পড়ে...