adsera ad

Thursday, August 20, 2020

মা কে মনে পড়ে লেখা সামিরা আক্তার জেবিন

মাগো তুমি কেমন আছো?

আমার ছোট্ট গায়,
দূর শহরে থেকো মাগো
তোমার সোহাগ চায়।
.
তুমি পাশে থাকলে মাগো
লাগতে দিতে না ব্যথা,
এই শহরে থেকে এখন
মনে পড়ে তোমার কথা।
.
তোমার কাছে ছিলাম যখন বুঝিনি তোমার ভালোবাসা, দূরে এসে এখন মা গো
তোমাকে দেখার বড় আশা।

No comments:

Post a Comment

মা কে মনে পড়ে লেখা সামিরা আক্তার জেবিন

মাগো তুমি কেমন আছো? আমার ছোট্ট গায়, দূর শহরে থেকো মাগো তোমার সোহাগ চায়। . তুমি পাশে থাকলে মাগো লাগতে দিতে না ব্যথা, এই শহরে থেকে এখন মনে পড়ে...